ভোলাহাটে মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ইন্তেকাল

আপডেট: ডিসেম্বর ৩, ২০১৬, ১২:০১ পূর্বাহ্ণ

ভোলাহাট প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ’৭১র রনাঙ্গণের বীরমুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার উপজেলার সদর ইউনিয়নের ঝাউবোনা গ্রামের মৃত বাশিরউদ্দিনের ছেলে নুরুল ইসলাম ঢাকার ক্যান্টনমেন্ট সিএমএইচ সামরিক হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গত বুধবার সন্ধ্যা পৌনে ৭টায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি…রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৩ বছর। তিনি স্ত্রী ১ ছেলেসহ অসংখ্য মুক্তিযোদ্ধা, সেনাবাহিনী সহকর্মী, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার বেলা সোয়া ২টায় ঝাউবোনা ফুটবল মাঠে তাঁর নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক আনোয়ারুল ইসলাম আনোয়ার, উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি উপজেলা যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব নুরুল হক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মনিরুল ইসলাম মন্টু, সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইয়াজদানী জর্জ প্রমুখ। এসময় ভোলাহাট থানা পুলিশের একটি চৌকশ দল মরহুম মুক্তিযোদ্ধাকে গার্ড অফ অনার প্রদাণ করে। নুরুল ইসলামের মৃত্যুতে উপজেলা চেয়ারম্যান প্রভাষক আনোয়ারুল ইসলাম আনোয়ার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল হক, সদর ইউপি চেয়ারম্যান ইয়াজদানী জর্জ ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের যুগ্মআহবায়ক সাংবাদিক গোলাম কবির ও সদস্য সিনিয়র সাংবাদিক এমএসআই শরীফ মৃতের রুহের মাগফেরাত কামনা ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
মরহুম বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের দফতর সম্পাদক ছিলেন। সন্ধ্যার পরে সেনাবাহিনীর ৪১ জনের একটি দল ফের জামাজে জানাযা করে।

এ বিভাগের অন্যান্য সংবাদ