শনিবার, ১০ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৭ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
চাঁপাইনবাবগঞ্জ অফিস
চাঁপাইনবাবগঞ্জে ভোলাহাট উপজেলায় মোহবুলল্লাহ্ কলেজের প্রতিষ্ঠাতা মরহুম মোহবুল¬াহ্ মাহলতের ২৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে কলেজের শিক্ষক শিক্ষার্থীদের উদ্যোগে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন ইয়াসমিন। কলেজের অধ্যক্ষ রহমত আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রয়াত মোহবুল্ল¬াহ মাহলতের মেয়ে রাবেয়া বেগম ও তার জামাতা নজরুল ইসলাম, কলেজের উপাধ্যক্ষ শফিকুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাড. আব্দুস সামাদ, গভর্নিং বডির সদস্য একরামুল হক মাষ্টার, আওয়ামী লীগ নেতা আফরাজুল হক বাবু প্রমুখ। এর আগে প্রয়াত মোহলল¬াহ্ মাহলতের কবর জিয়ারত ও তাঁর রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।