ভোলাহাটে ১০ দিন পর পাওয়া গেলে অর্ধগলিত আতিয়ার লাশ

আপডেট: ফেব্রুয়ারি ১৪, ২০২৪, ১২:১২ অপরাহ্ণ

বি.এম রুবেল আহমেদ, ভোলাহাট: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় নিখোঁজ হওয়ার ১০ দিন পর ৮ বছরের কন্যাশিশু আতিয়ার লাশ উদ্ধার করেছে ভোলাহাট থানা পুলিশ। ৩ ফেব্রুয়ারি বিকেল ৪ টার দিকে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় সে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) এশার নামাজের পরে উপজেলার দলদলী ইউনিয়নের মধ্য খরকপুর (কুঁইচাটোলা) গ্রাম থেকে শিশু আতিয়ার বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়। আতিয়া আকেই গ্রামেরমোঃ আহসান আলীর কন্যা। আহসান আলীর বাড়ির দক্ষিণে ৪ টা বাড়ি পর হিরুর বাড়ির পিছনে আতিয়ার লাশ বস্তাবন্দি অবস্থায় পাওয়া যায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

এ বিষয়ে ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার বলেন, হত্যাকাণ্ডের পেছনের রহস্য উদঘাটন ও জড়িতদের চিহ্নিত করতে কাজ করছে পুলিশ। সিআইডি ও পিবিআই ফরেন্সি দলকে জানানো হয়েছে। তাঁরা এসে লাশ পরীক্ষা নিরীক্ষা করবেন।
আতিয়ার নৃশংস হত্যাকাণ্ডে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তাঁর পিতা-মাতা ও এলাকাবাসী হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ