শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
ভোলাহাট প্রতিনিধি
গত মাসের ২৬ তারিখ নাচোল থানা হাজতে রিমান্ডে নেয়া আসামি গলায় ফাঁস দিয়ে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানা হাজতে পুলিশ বাড়তি সতর্কতা নিয়েছে।
ভোলাহাট থানার অফিসার ইনর্চাজ (ওসি) ফাসির উদ্দীন জানান, গত মাসের ২৬ তারিখ নাচোল থানায় রিমান্ডে আসা আসামি টয়লেটের ভেতর প্যান্ট গলায় প্যাঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ফলে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলামের নির্দেশে থানা হাজতের ভেতরে থাকা টয়লেট কেটে নিচু করা হয়েছে যাতে হাজতে থাকা আসামিকে সার্বক্ষণিক বাইরে থেকে নজরদারি করা যায় এবং তাদের থানা হাজতে থ্রি- কোয়াটার প্যান্ট পরিয়ে ভিতরে প্রবেশ করানো হচ্ছে যাতে নাচোলের মত ঘটনার দ্বিতীয়বার না ঘটে।