মঙ্গলবার, ২৪ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ১০ জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ ।
এমরান কবির
মেঘ জোছনার জল নিবাসে
তুমি এক দুঃখ দুঃখ মাঠ
প্রাক সন্ধ্যায় আমি তখন
হাওয়ার বনে বন্যা বন্যা পাঠ
আঁধার ঢেউ ঘরের মাঝে
উঠোন জুড়ে ধুলোর মতো যাত্রী
দৃশ্য কাঁদে বোধের কাছে
অশ্রু বলে ভালো থেকো রাত্রি