শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:নওগাঁর বদলগাছীতে ২ মাদক সেবীর ভ্রাম্যমান আদালতে এক বছর করে জেল ও জরিমানা করা হয়েছে। বুধবার (৭ ফেব্রুয়ারি) বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিয়া খাতুন থানা পুলিশ সঙ্গে নিয়ে কলেজ পাড়ায় অভিযান চালিয়ে সামসুল হকের ছেলে সুমন হোসেন (৩৫) ও শ্রীকৃষ্ণপুর গ্রামের নুর মোহাম্মদের ছেলে সাব্বির হোসেন (৩২) কে মাদক সেবনকালে হাতে নাতে আটক করে।
আটককৃত দুজনকেই এক বছর করে বিনাশ্রম কারাদন্ড এবং সাব্বিরের ২শত টাকা ও সুমনের ৩শত টাকা অর্থ দন্ড প্রদান করা হয়।