বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
তথ্যবিবরণী
বিভাগীয় প্রশাসনের আয়োজনে মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে রাজশাহী বিভাগের তৃণমূল পর্যায়ের সংগ্রামী নারীদের আত্নশক্তিতে উজ্জীবিত ও অনুপ্রাণিত করার লক্ষ্যে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল দশটায় বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারীদের সংবর্ধনা প্রদান করা হবে।
বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান।
অনুষ্ঠানে ৫টি ক্যাটাগরিতে রাজশাহী বিভাগের ৮ জেলার নির্বাচিত ৪০ জন অদম্য নারী পুরস্কার বিজেতাগণকে সংবর্ধনা দেয়া হবে।