রবিবার, ২২ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক :
মঞ্চে তখন গানেই মগ্ন শিল্পী। শ্রোতাদের উন্মাদনাও তুঙ্গে। হাজার হাজার শ্রোতাদের মাঝে মঞ্চেই ঘটল বীভৎস ঘটনা। গান গাইতে গাইতে আচমকা একটি মুরগি মারলেন গায়ক। গলা টিপে খুন করেই মুরগির রক্ত খেলেন তিনি। যে ঘটনায় রীতিমতো স্তম্ভিত তাঁর শ্রোতারা। মুরগি হত্যার ঘটনায় গায়ককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে অরুণাচল প্রদেশের ইটানগরে। সম্প্রতি একটি অনুষ্ঠানে গিয়েছিলেন অরুণাচলের জনপ্রিয় গায়ক, গীতিকার কন ওয়াই সন। অরুণাচল প্রদেশের পূর্ব কামেং জেলার সেপ্পার বাসিন্দা তিনি। মঞ্চে গাইতে গাইতে মুরগি মেরে রক্ত খান কন। যা দেখেই সঙ্গে সঙ্গে পুলিশে খবর পাঠান কয়েকজন শ্রোতা।
ঘটনাস্থলে পৌঁছেই শিল্পী কন’কে গ্রেপ্তার করে ইটানগর থানার পুলিশ। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে উচ্চ পর্যায়ের তদন্ত চলছে। কনের মানসিক সমস্যা রয়েছে কি না, তা ঘিরেও চলছে তদন্ত।
মঞ্চে মুরগি মেরে শিল্পীর রক্তপান করার ভিডিও হু হু করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভাইরাল ভিডিও দেখেই পশু-পাখিপ্রেমী বেজায় ক্ষিপ্ত। কন অরুণাচল প্রদেশে জনপ্রিয় একজন গায়ক। তাঁর বহু ভক্ত ছড়িয়ে রয়েছেন রাজ্য জুড়ে। এমন আচরণের জন্য শিল্পীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার আর্জি জানিয়েছেন অনেকে।
তথ্যসূত্র: আজকাল অনলাইন