মণিপুরের ৬ বুথে পুনর্নির্বাচনের নির্দেশ কমিশনের

আপডেট: এপ্রিল ২৮, ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক :


হিংসার আগুন জ্বলছেই মণিপুরে। লোকসভা নির্বাচন চলাকালীনও দফায় দফায় অশান্তি, বিক্ষোভ। প্রথম দফার পর দ্বিতীয় দফাতেও একাধিক বুথে ভাঙচুর, বিক্ষোভ দেখিয়েছে দুষ্কৃতিকারীরা। সেই অশান্তির জেরে মণিপুরের একাধিক বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দিল নির্বাচন কমিশন।

শুক্রবার (২৬ এপ্রিল) দ্বিতীয় দফায় আউটার মণিপুরের ১৩টি বিধানসভা এলাকার ৮৪৮টি বুথে ভোট ছিল। অশান্তির পর কমিশনের নির্দেশ, মঙ্গলবার (৩০ এপ্রিল) ৬টি বুথে পুনর্নির্বাচন করাতে হবে।

প্রথম দফায় ইনার মণিপুর লোকসভা কেন্দ্রের ১১টি বুথের মধ্যে বিক্ষোভ, ভাঙচুর, গুলি চালানোর মতো ঘটনা ঘটেছিল। তার জেরে সোমবার ১১টি বুথেই পুনর্নির্বাচন হয়েছে। এবার আউটার মণিপুরের বুথে পুনর্নির্বাচন।
তথ্যসূত্র: আজকাল অনলাইন

 

 

এ বিভাগের অন্যান্য সংবাদ