মণিপুরে ৬ সহকর্মীকে গুলি আসাম রাইফেলস জওয়ানের!

আপডেট: জানুয়ারি ২৪, ২০২৪, ২:৩০ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক :

ভারতের মণিপুরে আসাম রাইফেলসের এক জওয়ান গুলি চালালেন সহকর্মীদের ওপর। ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন ছয় জওয়ান। এরপর নিজেকে গুলি করে আত্মহত্যার চেষ্টা করেন অভিযুক্ত জওয়ান। গুরুতর আহত জওয়ানদের চিকিৎসার জন্য সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন উচ্চতর কর্তৃপক্ষ।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৩ জানুয়ারি) গভীর রাতে দক্ষিণ মণিপুরের সাজিক তাম্পাক এলাকায় এ ঘটনা ঘটেছে।

আসাম রাইফেলসের এক জওয়ান আচমকাই তাঁর ছয় সহকর্মীর ওপর গুলি চালায়। শেষে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন। পুলিশ কর্মকর্তাদের দাবি, রাজ্যের জাতি সংঘর্ষের সঙ্গে এই ঘটনার কোনো রকম সম্পর্ক নেই। অভিযুক্ত এবং আহত ছয় জওয়ান মণিপুরের অধিবাসী নন। প্রশাসনের তরফে সাধারণ মানুষকে কোনো রকম প্রোরোচনায় পা দিতে বারণ করা হয়েছে।

উল্লেখ্য, গত বছর জম্মু-কাশ্মীর সীমান্তে ৪৮ রাষ্ট্রীয় রাইফেলসের এক জওয়ান সহকর্মীদের ওপর গুলি চালায়। ওই ঘটনায় বেশ কয়েকজন জওয়ান আহত হয়। মণিপুরে একই ধরনের ঘটেছে বলে দাবি সেনার।
তথ্যসূত্র: আনন্দবাজার অনলাইন