মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি:রাজশাহী অঞ্চলের বেকারি মালিকদের সাথে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির (এমসিসিআই) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) নগরীর সপুরার বিসিক এলাকায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় চেম্বারের হেড অব ট্রেনিং জোহা জামিলুর রহমান উপস্থিত ছিলেন। এই মতবিনিময় সভার উদ্দেশ্য হলো কর্মক্ষেত্রে নারী-পুরুষের অবস্থান এবং নারীদের কর্মসংস্থান সম্পর্কে সম্যক ধারণা লাভ করা।
সভায় উপস্থিত ছিলেন রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদ ও উত্তরবঙ্গ বেকারি মালিক সমিতির সভাপতি সেকেন্দার আলী, রাজশাহী জেলা বেকারি মালিক সমিতির সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক আবু বাক্কার আলী, যুগ্ম সম্পাদক চন্দন সরকার, ভিজিটিং লেকচারার সুবাংজায়া সেলাঙ্গর।