চিরনিদ্রায় শায়িত বিশিষ্ট ক্রীড়া সংগঠক মতিউর রহমান জুলি

আপডেট: মার্চ ৯, ২০২৪, ৯:২৪ অপরাহ্ণ


সংবাদ বিজ্ঞপ্তি :চিরনিদ্রায় শায়িত হয়েছেন রাজশাহীর বিশিষ্ট ব্যবসায়ী মরহুল এল রহমানের বড় ছেলে বিশিষ্ট ক্রীড়া সংগঠক এবং রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সভাপতি সাইদুর রহমানের চাচাতো ভাই মতিউর রহমান জুলি ইন্তেকাল করেছেন। শনিবার (৯ মার্চ) বাদ জোহর তাকে নগরীর মহিষবাথান গোরস্থানে সমাহিত করা হয়েছে।

এর আগে শুক্রবার (৮ মার্চ) রাত ১০টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। হঠাৎ লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়ে তিনি এক সপ্তাহ থেকে ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি রাজশাহী টেনিস কমপ্লেক্সের আজীবন সদস্য।
শনিবার (৯ মার্চ) বাদ জোহর নগরীর মাদরাসা হাইস্কুল মসজিদ প্রাঙ্গনে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্নজনেরা অংশ নেন।

এদিকে, ক্রীড়া সংগঠক মতিউর রহমান জুলির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক এডভোকেট মো. আসলাম-উদ-দৌলা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার তাপু, রাজশাহী মহানগর জাসদ সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শিবলীসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনাও জ্ঞাপন করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ