মধুমতি এক্সপ্রেস চালু করায় পিপলস সার্ক লিংক ফেরামের অভিনন্দন

আপডেট: নভেম্বর ১৮, ২০২৩, ৮:৩০ অপরাহ্ণ

সংবাদ বিজ্ঞপ্তি:


রাজশাহী থেকে পদ্মা সেতুর ওপর দিয়ে মধুমতি এক্সপ্রেস চলাচল করবে। আগামী ১ ডিসেম্বর থেকে ট্রেনটি যাতায়াত করবে। এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে পিপলস সার্ক লিংক ফেরাম। সংগঠনের সভাপতি মুস্তাফিজুর রহমান খান, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মান্নান এবং সাধারণ সম্পাদক রাশেদ রিপন এক যৌথ বিবৃতিতে বলেন, এই ট্রেন চালুর জন্য পদ্মা সেতু উদ্বোধনের সময় পিপলস সার্ক লিংক ফেরামের পক্ষ থেকে দাবি জানানো হয়। এই নতুন পথে রেল চালুর জন্য রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা এবং বাংলাদেশ রেলওয়ে পশ্চিম অঞ্চলের জেনারেল ম্যানেজার অসিম কুমার তালুকদারকে অভিনন্দন জানানো হয়।

রাজশাহী-ভাঙ্গা রুটে চলাচলকারী আন্তনগর ট্রেন মধুমতী এক্সপ্রেস রুট পরিবর্তন রুট পরিবর্তন করে নতুনভাবে ১ ডিসেম্বর থেকে ঢাকা-রাজশাহী রুটে চলবে। তবে সাপ্তাহিক ছুটির দিন বৃহস্পতিবার অপরিবর্তিত থাকবে বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে। ট্রেনটি উভয়পথে ঈশ্বরদী জংশন, পাকশী, ভেড়ামারা, মিরপুর, পোড়াদহ জংশন, কুষ্টিয়া কোর্ট, কুমারখালী, খোকসা, পাংশা, কালুখালী, রাজবাড়ী, পাঁচুরিয়া জংশন, আমিরাবাদ, ফরিদপুর, তালমা, পুখুরিয়া, ভাঙ্গা, ফাশা জংশন, শিবচর, পদ্মা ও মাওয়া স্টেশনে যাত্রা বিরতি থাকবে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রী ওঠা-নামার সুবিধা না থাকায় আপাতত ভাঙ্গা জংশন স্টেশনে যাত্রাবিরতি থাকবে না।

এ বিভাগের অন্যান্য সংবাদ