মধ্যরাতে ঈশ্বরদীর আ’ লীগ কার্যালয় ভবন গুঁড়িয়ে দেওয়া হলো

আপডেট: ফেব্রুয়ারি ৬, ২০২৫, ২:০৮ অপরাহ্ণ


ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :


পাবনার ঈশ্বরদীতে উপজেলা ও পৌর আওয়ামী লীগ কার্যালয় ভবন প্রথমে ভাংচুর ও পরে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার দিবাগত মধ্যরাতে একটি বিক্ষোভ মিছিল থেকে প্রচুর সংখ্যক ছাত্র জনতা আ’লীগ কার্যালয়ে হামলা চালিয়ে প্রথমে ভাংচুর করে।

এক পর্যায়ে বুলডোজার দিয়ে কার্যালয় ভবনটি ভেঙে গুড়িয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। এছাড়া ঈশ্বরদী শহরের আলহাজ্ব মোড়ে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের পাশে নির্মিত বিদ্বেষ ছড়ানো ‘ঘৃণাস্তম্ভ’ও ভেঙে গুড়িয়ে দেয় তারা।

এ ঘটনার পরপরই রাতে শহরে পুলিশ, সেনাবাহিনী ও র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্যদের টহল দিতে দেখা যায়। এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম শহিদ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

শহরের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক রয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাংচুরের বিষয়ে আমরা কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version