রবিবার, ২৬ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
রাবি প্রতিবেদক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান বলেছেন, যে গান করে সে দুই বার প্রার্থনা করে। সৃষ্টিশীলতা, মননশীলতা, ভালোলাগা- এসব মিলিয়ে মানুষকে পরিপূর্ণ করে তোলে সংস্কৃতি চর্চা। যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রম যেমন, খেলাধুলা, বিতর্ক, গান প্রভৃতির চর্চা করে তারা দেশ ও মানুষকে নিয়ে সবচেয়ে বেশি ভাবেন। তারা এভাবেই ভালো মানুষ হয়ে ওঠেন।
বিশ্ববিদ্যালয়ে অরণী সাংস্কৃতিক সংসদ আয়োজিত ‘বর্ষাবরণ সাংস্কৃতিক সন্ধ্যা ১৪২৪’ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। গতকাল সোমবার সন্ধ্যায় শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় তিনি আরো বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, হাওয়া খেলে পেট ভরে না কিন্তু আহারাদি হজম করতে হলে হাওয়া খাওয়া আবশ্যক। তেমনি চিন্তাশীল, মননশীল, সৃজনীশক্তি সম্পন্ন মানুষ হয়ে উঠতে হলে লেখাপড়ার পাশাপাশি সংস্কৃতি চর্চারও প্রয়োজন আছে। সংস্কৃতি চর্চা মানুষের মনকে হিংসা, বিদ্বেষ, লোভ, ক্ষোভ, অন্ধকার, অন্ধতা থেকে শুদ্ধ করে।’
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্র্য অধ্যাপক আনন্দ কুমার সাহা বলেন, ‘যারা সংস্কৃতি চর্চা করে তারা খুব কষ্ট করে তা করে। অরণীর মত বিশ্ববিদ্যালয়ের অন্য সাংস্কৃতিক সংগঠনগুলো আর্থিকভাবে স্বচ্ছল না, তারা নিজেদের চাঁদার টাকায় চলে। তারপরও তারা নিজেদের মনন, মেধা ও সৌন্দর্য বিকাশে সংস্কৃতি চর্চার কাজ করে যাচ্ছে। তাদের অণুপ্রেরণা দেয়া আমাদের দায়িত্ব।’
সংগঠনের সভাপতি তাপস কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আব্দুল বারী, প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক অধ্যাপক ড. রকীব আহমদ, অরণীর উপদেষ্টা ও আইন বিভাগের অধ্যাপক হাসিবুল আলম প্রধান প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অরণীর সদস্য জেসমিন আক্তার মণি ও আক্তার বানু কলি।
অনুষ্ঠানে অতিথিদের উত্তরীয় এবং উপাচার্য ও উপ-উপাচার্যকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।