নিজস্ব প্রতিবেদক:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। আগামি সাত জানুয়ারি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। শুক্রবার (১৭ নভেম্বর) থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রি শুরু হবে। মনোনয়ন পেতে আওয়ামী লীগ নেতাদের দৌড় ঝাঁপ শুরু হয়েছে।
আগামি সাত জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে নৌকার প্রার্থী হয়ে মাঠে থাকতে বর্তমান সংসদ সদস্যরা কাজ করছেন। শুধু তারা নয়, নৌকার প্রার্থী হয়ে মাঠে থাকতে আওয়ামী লীগের সাবেক ও বর্তমান নেতারাও মাঠে সরব। মিছিল মিটিং করে তারাও জানান দিচ্ছেন নৌকার প্রার্থী হতে চান। এমন অবস্থায় রাজশাহী জেলার সংসদীয় আসনগুলোতে প্রার্থীদের দৌড় ঝাঁপ শুরু হয়েছে। রাজশাহী জেলার বিভিন্ন আসনে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। দলীয় নেতাকর্মীদের মধ্যে এক ধরনের উৎসব বিরাজ করছে।
রাজশাহী মহানগর আওয়ামী লীগের নেতারা জানান, হরতাল-অবরোধের নামে নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে। দেশের মানুষ এমন নৈরাজ্য দেখতে চান না। দেশের মানুষ উন্নয়ন চায়। দেশের উন্নয়নের লক্ষ্যে বর্তমান সকারের তাদের আস্থা। আগামি সাত জানুয়ারি নির্বাচনে সারাদেশের মানুষ এক যোগে নৌকা প্রতীকে জয়যুক্ত করবে ভোট দিয়ে। নৌকার বিজয়ের লক্ষ্যে রাজশাহী মহানগর ও জেলার আওয়ামী লীগের নেতাকর্মীরা কাজ করছেন।
এর আগে বুধবার (১৫ নভেম্বর) নির্বাচন কমিশনকে অভিনন্দন জানিয়ে ও নৌকা প্রতীকের বিজয়ের লক্ষ্যে নগর আওয়ামী লীগের উদ্যোগে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। আনন্দ মিছিলের নেতৃত্ব দেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। নির্বাচনের তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ ও সাধুবাদ জানান রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, বিএনপি-জামায়াতসহ বিভিন্ন গোষ্ঠী যারা ২০১৪ ও ২০১৮ সালের মতো নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চেয়েছিল। তাদের সেই অপচেষ্টা সফল হয়নি, আগামীতেও হবে না। কেউ হরতাল-অবরোধের নামে নৈরাজ্য সৃষ্টি করলে তাদেরকে রুখে দিতে হবে। আমরা রাজপথে থাকবো এবং আগামী জাতীয় নির্বাচনে বিজয়ী হবো ইনশআল্লাহ।