মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের বুনিয়াদি প্রশিক্ষণ শুরু

আপডেট: এপ্রিল ২, ২০২৪, ১০:১৫ অপরাহ্ণ


সংবাদ বিজ্ঞপ্তি:ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট কর্তৃক বাস্তবায়িত মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৬ষ্ঠ পর্যায় শীর্ষক প্রকল্পের শিক্ষকগণের বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে।

মঙ্গলবার (২ এপ্রিল) উদ্বোধনী অনুষ্ঠানে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৬ষ্ঠ পর্যায় শীর্ষক প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক দেবব্রত বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টুকটুক তালুকদার,অতিরিক্ত জেলা প্রশাসক, (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা), রাজশাহী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুশীল আগারওয়াল, সভাপতি,পঞ্চবটি মহাশ্মশান ও মন্দির কমপ্লেক্স,রাজশাহী।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও নৈতিকতা শিক্ষা প্রদান ও সমাজে মানবিক মূল্যবোধ বিকাশে প্রকল্পটির ভূমিকা আছে। বুনিয়াদি প্রশিক্ষণের ১ম ব্যাচে রাজশাহী জেলার ৪০ জন শিক্ষক অংশগ্রহণ করেন। তিন দিনব্যাপি প্রশিক্ষণ কার্যক্রমটি ০৪ এপ্রিল সমাপ্ত হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ