মব জাস্টিস প্রতিহতের আহ্বান শিক্ষার্থীদের

আপডেট: সেপ্টেম্বর ২০, ২০২৪, ৯:২৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক


ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুজনকে পিটিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। মানববন্ধনে মব জাস্টিস প্রতিহত করার আহ্বান জানান তারা। সেই সাথে পাহাড়ে অস্থিতিশীল হওয়ার ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি জানান তারা।



শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে পিটিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন করে শিক্ষার্থীরা। মানববন্ধনে রাজশাহীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, আওয়ামী সরকার পতনের পর দেশে আইনশৃঙ্খলার ব্যাপক অবনতি হয়েছে। দেশের সংখ্যালঘু মানুষ থেকে শুরু করে অনেকে হতাহত হচ্ছে। মন্দির, মাজার ভাঙা হচ্ছে। মানুকে পিটিয়ে হত্যা করা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল নামের এক যুবককে নৃসংশভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাবেক নেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এসব মব জাস্টিস বন্ধ না করা হলে দেশ আগামীতে অরাজকতার দিকে চলে যাবে। তাই অন্তর্বর্তীকালীন সরকারকে এখন কঠোর হস্তে এগুলো দমন করতে হবে বলে জানান বক্তারা।

এ সময় রাজশাহীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরাসহ রাজশাহী পরিবেশ আন্দোলন ঐক্য পরিষদের সদস্য সচিব নাজমুল হোসেন বক্তব্য রাখেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ