মমতার বিমান বিভ্রাট, বরখাস্ত ৬ বিমান চালক

আপডেট: ডিসেম্বর ৮, ২০১৬, ১২:১১ পূর্বাহ্ণ

সোনার দেশ ডেস্ক


মমতা ব্যনার্জির বিমান বিভ্রাট নিয়ে বরখাস্ত করা হল ৬ বিমান চালককে। অসামরিক বিমান পরিবহন ডিরেক্টরের পক্ষ থেকে মঙ্গলবার জানিয়ে দেওয়া হয়েছে, স্পাইস জেট, ইন্ডিগো, ও এয়ার ইন্ডিয়ার মোট ৬ জন চালককে বরখাস্ত করা হয়েছে। কারণ, বিমান চালকদের সবসময়েই নির্দেশ দেয়া আছে, কম বিমান জ্বালানি নিয়ে আকাশে না উঠতে। সেই নিয়মই ভাঙা হয়েছে মমতার বিমানের ক্ষেত্রে। যদিও, স্পাইস জেটের পক্ষ থেকে এই শাস্তির বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে, পাটনা থেকে কলকাতায় আসার সময়েই কম জ্বালানি  নিয়ে যাত্রা শুরু করেছিল বিমান। তারপরেই কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয় বিমানে জ্বালানি কম আছে। একজন চালকরে যা করার কথা তাই করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত অকারণেই শাস্তি দেয়া হল। উল্লেখ্য, মমতা ইন্ডিগো বিমানটির আগেই ছিল এয়ার ইন্ডিয়া ও স্পাইসজেটের বিমানও। সেগুলিতেও কম জ্বালানি ছিল, তাই সেই চালকদেরও বরখাস্ত করা হয়েছে। উল্লেখ্য, জ্বালনির কমতি নয়, কলকাতা বিমানবন্দরে নামার মুখে অনেকটা দেরি হয়ে যাওয়ার পিছনে ষড়যন্ত্র আছে বলেই দাবি করেছিলেন মমতা ব্যনার্জি। সংসদে এই নিয়ে তদন্তেরও দাবি জানিয়েছিল সমস্ত বিরোধী দল ও তৃণমূল।- আজকাল

এ বিভাগের অন্যান্য সংবাদ