সোমবার, ৭ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি:জাতীয় নেতা শহিদ এ.এইচ.এম কামারুজ্জামান এঁর সহধর্মিণী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র জননেতা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন’র মাতা মরহুমা জাহানারা জামান এঁর মৃত্যুবার্ষিকী স্মরণে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের উদ্যোগে আগামী মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কাদিরগঞ্জস্থ পারিবারিক গোরস্থানে তাঁর সমাধীতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে। পুষ্পার্ঘ্য অর্পণ শেষে সমাধীস্থল প্রাঙ্গনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। আপনাদেরকে উপস্থিত থাকার জন্য জানানো হলো।
রাজশাহী মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ মাহাবুব-উল-আলম বুলবুলের বার্তা প্রেরণে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।