মসুলের পূর্বাঞ্চলের ৭০ শতাংশই দখলে নিয়েছে ইরাক

আপডেট: জানুয়ারি ৬, ২০১৭, ১১:৪৪ অপরাহ্ণ

সোনার দেশ ডেস্ক


ইসলামিক স্টেটের (আইএস) কাছ থেকে পূর্ব মসুলের ৭০ শতাংশ এলাকাই দখলে নিয়েছে ইরাকি বাহিনী।
ইরাকের যৌথ অভিযানের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল তালিব শাগহাতি একথা জানিয়ে বলেন, এলাকার অধিবাসীদের সহায়তায় তারা আইএসের বিরুদ্ধে লড়াইয়ে এগিয়ে যেতে পারছেন।
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন কোয়ালিশনের সমর্থনে ইরাকি বাহিনী নতুন করে মসুল অভিযান শুরুর পর ১২ তম সপ্তাহে এসে তা গতি পেয়েছে। আইএস জঙ্গিদের তীব্র প্রতিরোধের মুখেও আরও কয়েকটি পূর্বাঞ্চলীয় এলাকা জঙ্গিমুক্ত হয়েছে।
জেনারেল শাগহাতি বুধবার কুর্দি রাজধানী ইরবিলে এক সাক্ষাৎকারে বলেন, পূর্বাঞ্চলের মোটামুটি ৬৫ থেকে ৭০ শতাংশ এলাকা জঙ্গিমুক্ত হয়েছে। আগামী আর কয়েকদিনের মধ্যে পূর্বাঞ্চল পুরোপুরি আইএস মুক্ত হবে বলেই তিনি মনে করছেন।
শাগহাতি জানান, শহরের পশ্চিমাঞ্চলের অর্ধেকাংশ আইএসের পূর্ণ নিয়ন্ত্রণে আছে। সেগুলো ধরে রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে জঙ্গিরা। ইরাক সরকারের ১ লাখ সেনার শক্তিশালী স্থলবাহিনী নিয়ে শুরু করা মসুল অভিযান ইরাকে ২০০৩ সালের মার্কিন আগ্রাসনের পর সবচেয়ে জটিল লড়াই।
এ লড়াইয়ে মসুলের অধিবাসীরা আইএসের বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং এতে করে জঙ্গি গোষ্ঠীটি পরাজিত হবে বলে আশাবাদী ইরাকি কর্মকর্তারা।
মসুলে ইরাকি বাহিনী জয়ী হলে ইসলামিক স্টেটের স্বঘোষিত খিলাফতের অবসান ঘটবে বলেই মনে করা হচ্ছে। আড়াই বছর আগে আইএস নেতা বাগদাদি মসুল দখলে নেয়ার পর সেখানকার প্রধান একটি মসজিদ থেকে শহরটিকে ‘ইসলামিক খিলাফত’ ঘোষণা করেছিলেন।- বিডিনিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ