শনিবার, ১২ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক:
রাশিয়ার একটি যাত্রীবাহী জেট মস্কোর কাছে বিধ্বস্ত হয়েছে। এ সময় উড়োজাহাজটিতে থাকা তিন ক্র নিহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। শুক্রবার ( ১২ জুলাই) মস্কো থেকে ৯০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে আপ্রাকসিনো গ্রামের কাছের একটি জঙ্গলে বিধ্বস্ত হয় যাত্রী ছাড়াই উড়তে থাকা জেটটি। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।
জরুরি কর্মকর্তারা জানিয়েছেন, সুখোই সুপার জেট ১০০ উড়োজাহাজটি যাত্রীবাহী হলেও উড্ডয়নের সময় এটিতে কোন যাত্রী ছিল না। পরীক্ষামূলকভাবে এটিকে উড়ানো হচ্ছিলো।
জরুরি মন্ত্রণালয় জানিয়েছে, উড়োজাহাজটি রাশিয়ার রাষ্ট্র-নিয়ন্ত্রিত জ্বালানি কোম্পানি গ্যাজপ্রম এভিয়ার মালিকানাধীন।
গ্যাজপ্রম এভিয়ার জানিয়েছে, মস্কো থেকে ১১০ কিলোমিটার দক্ষিণ-পূর্বের লুখোভিটসিতে একটি বিমান তৈরির কারখানা থেকে এটি যাত্রা করেছিল।
ওই কারখানায় এটি মেরামত করা হয়েছিল। এটি মস্কোর ভনুকোভো বিমানবন্দরের দিকে যাচ্ছিল। কিন্তু উড্ডয়নের আট মিনিটের মধ্যেই জেটি বিধ্বস্ত হয়।
বিধ্বস্তের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে কিছু রাশিয়ান সংবাদমাধ্যম ইঙ্গিত দিয়েছে, বিমানের দুটি ইঞ্জিনই বিকলের কারণে জেটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে।
রাশিয়ার শীর্ষ রাষ্ট্রীয় অপরাধ তদন্ত সংস্থা দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।
তবে এর আগেও এই ধরনের উড়োজাহাজের বিধ্বস্ত হওয়ার ইতিহাস রয়েছে। যখন থেকে বিমানটি পরিষেবায় নিয়োজিত হয়, তখন থেকেই ত্রুটিপূর্ণ ও উচ্চ রক্ষণাবেক্ষণ খরচের কারণে বিমানটি বাজারজাত করার রুশ উচ্চাভিলাষী প্রচেষ্টা ব্যর্থ হয়।
তথ্যসূত্র: বাংলাট্রিবিউন