মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৭ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
আহলাম মুকরিমা:
মহাকালের যাত্রা
অবিরাম, শ্রান্তিহীন
শুরু যার সেই সুদূর হতে
শেষ বলে এ কালের কিছু নেই!
মানবকুল শংকিত
সম্ভব একটু বিরতি চোখের পলক ফেলে
অথবা পলায়ন যেথায় কাল বলে কিছু নেই?
ভীত-বিহ্বল সে যে কল্পনাতেও
কল্পনাতীত তাই ভুলে থাকা, ডুবে থাকা
নানা রঙে ঢঙে সজ্জিত সব মিথ্যের জালে
সময় গড়ালে দেয়ালে পিঠ ঠেকবেই!
হিসাবের খাতা
সুক্ষ্মতি-সুক্ষ্ম, ভালো-মন্দ
সম্মুখ পানে দাঁড়াবে এসে শত জিজ্ঞাসা নিয়ে
আফসোস হবে যদি পাতার মত ঝরে
যেতো সব অচিরেই!