মহাকাশ থেকেই ভোট দিলেন বুচ-সুনীতা! কীভাবে সম্ভব হল তা

আপডেট: নভেম্বর ৬, ২০২৪, ১২:২৬ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক :


মহাকাশে সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। এদিকে তখনই নির্বাচন চলছে মার্কিন মুলুকে। সুনীতারা আগেই জানিয়েছিলেন, মার্কিন মুলুকে ভোট-কালে তাঁরা মহাকাশে থাকলেও ভোট দিতে চান।

কীভাবে সম্ভব হবে তা? তথ্য বলছে এটা প্রথম নয়, যে কেউ মহাকাশ থেকে ভোট দেবেন। শুরু হয়েছিল ১৯৯৭ সালে। মহাকাশে বসে আমেরিকার ভোটে অংশ নিয়েছিলেন ডেভিড উলফ। কেট রুবিন্স ২০২০ সালেও আইএসএস থেকে ভোট দিয়েছিলেন।

এবার সুনীতা-বুচ রয়েছেন আইএসএস-এই। স্টারলাইনার মহাকাশযানে মহাকাশে গেলেও, প্রযুক্তিগত সমস্যার কারণে এখনও ফিরতে পারেননি সুনীতা উইলিয়ামস, বুচ উইলমোর। জুন থেকেই মহাকাশযানের প্রযুক্তিগত সমস্যার কারণে মহাকাশেই আটকে তিনি।

২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত তাঁরা সেখানেই থাকবেন বলে মনে করা হচ্ছে। নাসা-সাংবাদিকদের মুখোমুখি হয়ে আগেই সুনীতা বলেছিলেন, তিনি ভোট দিতে চান। তাঁর বক্তব্য ছিল, একজন নাগরিক হিসেবে ভোট দেওয়া খুব গুরুত্বপূর্ণ কাজ।

তখনই তিনি মহাকাশে বসে ভোত দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। ভোট দেওয়ার জন্য ফেডেরাল পোস্ট কার্ড পূরণের পর, বৈদ্যুতিন ব্যালট পেপারের মাধ্যমে মহাকাশ থেকে ভোট দিতে পারবেন নাগরিকরা।
তথ্যসূত্র: আজকাল অনলাইন

 

এ বিভাগের অন্যান্য সংবাদ