মহাকাশ থেকে সুনীতা উইলিয়ামস মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিবেন

আপডেট: সেপ্টেম্বর ১৪, ২০২৪, ৮:৫৫ অপরাহ্ণ

সোনার দেশ ডেস্ক


মহাকাশ থেকে এবার এমন কিছু করতে চলেছেন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস যা স্বপ্নেও কেউ ভাবেনি। মহাকাশ থেকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেবেন সুনীতা উইলিয়ামস। নাসার মিশনে মহাকাশে গিয়ে বেশ কয়েকমাস ধরে আটকে রয়েছেন সুনীতা উইলিয়ামস ও তার সঙ্গী বুচ উইলমোর।

ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস বর্তমানে মহাকাশে আটকে রয়েছেন। সুনীতা তার তৃতীয় মহাকাশ মিশনের জন্য নাসার হয়ে মহাকাশে গিয়েছিলেন। সুনীতা বোয়িং-এর স্টারলাইনার মহাকাশযানে চেপে মহাকাশে গিয়েছিলেন এবং বুচ উইলমোরকেও এই মহাকাশ মিশনে সুনীতার সঙ্গী হিসাবে পাঠানো হয়েছিল।

তাঁরা দুজনেই ৫ জুন মহাকাশ অভিযানে গিয়ে ৬ জুন মহাকাশে পৌঁছান। ১৩ জুন পৃথিবীতে ফিরে আসার কথা থাকলেও মহাকাশযানের ত্রুটির কারণে তাঁদের পৃথিবীতে ফিরিয়ে আনা সম্ভব হয়নি। দুজনেই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আটকে পড়েছেন। বোয়িং-এর স্টারলাইনার মহাকাশযান ইতিমধ্যেই সফলভাবে পৃথিবীতে ফিরে এসেছে।

আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হতে চলেছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। ওই দিন মহাকাশ থেকে ভোট দেবেন সুনীতা। সুনীতার সঙ্গে বুচও মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেবেন। দুজনেই নাসার কাছে ব্যালটের অনুরোধ পাঠিয়েছেন। নাসাও তাদের জন্য ব্যালট পাঠাতে রাজি হয়েছে।
তথ্যসূত্র: আজকাল অনলাইন