রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
মহাদেবপুর প্রতিনিধি
নওগাঁর মহাদেবপুরে অটোচার্জার থেকে পড়ে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ মৃত্যুর মধ্যদিয়ে পরিবারের শেষ প্রদীপ নিভে গেল। স্থানীয় সূত্রে জানা গেছে, হামিদপুর জিগাতলা বহুমূখী উচ্চবিদ্যালয়ের ছাত্রী মোসলেমা খাতুন সোমা গতকাল সোমবার বাড়ি থেকে এসএসসি পরীক্ষা (ভূগোল) দেয়ার জন্য পরীক্ষা কেন্দ্রে আসার পথে দোহালী গ্রামের রাস্তায় অটোচার্জার থেকে পড়ে গিয়ে আহত হয়। তাকে মহাদেবপুর উপজেলা সদর হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজে (রামেক) হাসপাতালে রেফার্ড করেন। রামেক হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসকরা মোসলেমা খাতুন সোমাকে মৃত ঘোষণা করেন। মৃত মোসলেমা খাতুন সোমা সভাপুর গ্রামের গোলাম মোস্তফার একমাত্র কন্যা। মৃত সোমার পিতার বড় ভাইয়ের কোনো সন্তান নেই। সোমার মৃত্যুতে শেষ প্রদীপ নিভে যাওয়াই পরিবারটির শেষ ভরসা আর রইল না। এ ঘটনায় পুরো গ্রামটিতে শোকের ছায়া নেমে আসে।