মহাদেবপুরে অসহায় মানুষের মাঝে পুলিশ সুপারের কম্বল বিতরণ

আপডেট: ডিসেম্বর ৫, ২০২৪, ৮:০৪ অপরাহ্ণ

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি:


নওগাঁর মহাদেবপুরে বৃহস্পতিবার (৫ডিসেম্বর) বিকেলে অসহায় শীতার্ত মানুষের মাঝে নওগাঁর পুলিশ সুপার কম্বল বিতরণ করেন।

মহাদেবপুর থানা চত্তরে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং জেলা পুলিশ নওগাঁ আয়োজিত কম্বল বিতরণী অনুষ্ঠানে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাসমত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন নওগাঁর পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ কুতুব উদ্দিন।

এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁর পুলিশ সুপার এর সহধর্মীনি সানিয়া আক্তার মুন্নি, অতিরিক্ত পুলিশ সুপার (মহাদেবপুর সার্কেল) জয়ব্রত পাল, স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং জেলা প্রতিনিধি কামরুজ্জামান প্রমুখ।