মহাদেবপুরে আদিবাসীদের সংস্কৃতি রক্ষায় নবান্ন উৎসব পালন

আপডেট: নভেম্বর ২৬, ২০১৬, ১২:০৯ পূর্বাহ্ণ

মহাদেবপুর প্রতিনিধি
নওগাঁর মহাদেবপুরে গত বৃহস্পতিবার কাছাইল আদিবাসী সামাজিক সংগঠনের উদ্যোগে আদিবাসীদের সংস্কৃতি রক্ষায় নবান্ন উৎসব পালিত হয়েছে। সমন্বিত সামাজিক উন্নয়ন প্রকল্প রাজশাহীর সহযোগীতায় কারিতাস স্পেন আর্থায়নে এ উৎসব অনুষ্ঠিত হয়।
কাছাইল আদিবাসী সামাজিক সংগঠনের সভাপতি রবিন পাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠানটির উদ্বোধন ও বক্তব্য দেন মহাদেবপুর ও বদলগাছী আসনের সাংসদ ছলিম উদ্দীন তরফদার সেলিম। স্বাগত বক্তব্য রাখেন কারিতাস মহাদেবপুর শাখার মাঠ কর্মকর্তা হোসান্না হাঁসদা। বিশেষ অতিথী হিসাবে বক্তব্য রাখেন হাতুর ইউপির সাবেক চেয়ারম্যান আকবর আলী মন্ডল, আদিবাসী উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক দিপঙ্কর লাকরা, জুনিয়র কর্মসূচি কর্মকর্তা মি. ফুলজেনসিউস মার্জী, ভবেশ চন্দ্র উড়াও, এলিজাবেথ, অমল তিগ্যা ও জীবন কেরকেটা।