মহাদেবপুরে আদিবাসী ও মাদ্রাসা ছাত্রদের মাঝে লায়ন্স ক্লাবের শীতবস্ত্র বিতরণ

আপডেট: জানুয়ারি ১৮, ২০২৫, ৯:২৬ অপরাহ্ণ

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি


নওগাঁর মহাদেবপুরে আদিবাসী ও মাদ্রাসা ছাত্রদের মাঝে লায়ন্স ক্লাব অব বগুড়া আইডিয়ালের শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) উপজেলার চকচাঁদ গ্রামে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে লায়ন্স ক্লাব অব বগুড়া আইডিয়ালের নর্থ বেঙ্গল হেডকোয়াটার মাহমুদ হোসেন পিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে শীত বস্ত্র বিতরণ করেন দৈনিক করতোয়ার সম্পাদক লায়ন্স মোজাম্মেল হক পিজিডি।

বিশেষ অতিথি হিসাবে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিএসআরএম এর উত্তরবঙ্গ জোনাল সেলস লায়ন্স মোস্তাফিজুর রহমান, মির্জা আহসানুল হক দুলাল, একরাম হোসেন, মাসুদ তালুকদার, আলাউদ্দীন, ফারুক আহম্মেদ, হাসনাত জাহান সুইটি, মাহফুজ আলম রূপক, সাইদুর রহমান লিটন, এমরান হাসান তুষার প্রমুখ।

উপজেলার বিভিন্ন গ্রামের অসহায় ও দরীদ্র আদিবাসী ও মাদ্রাসা ছাত্রদের মাঝে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ