রবিবার, ২৬ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
মহাদেবপুর প্রতিনিধি
নওগাঁর মহাদেবপুরে বিশ্ব আদিবাসী দিবস উদযাপন উপলক্ষে গতকাল রোববার আদিবাসী সমাবেশ র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের সমাজ উন্নয়ন কর্মসূচি ও এনএনএমসির সহযোগিতায় জাতীয় আদিবাসী পরিষদ ও উপজেলা অ্যাডভোকেসি প্লাটফর্মের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে সমাবেশ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার আগে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এসে শেষ হয়। জাতীয় আদিবাসী পরিষদ মহাদেবপুর উপজেলা শাখার সভাপতি দিলিপ পাহানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাদেবপুর-বদলগাছী আসনের সাংসদ ছলিম উদ্দিন তরফদার সেলিম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সম্পাদক সবিন মুন্ডা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য অজিত কুমার মন্ডল। অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক গোলম নূরানী আলাল, সাংবাদিক ও নাট্যকার আজাদুল ইসলাম আজাদ, আদিবাসী যুব পরিষদের কেন্দ্রীয় সম্পাদক নরেন পাহান, জাতীয় আদিবাসী পরিষদের জেলা সভাপতি আমিন কুজুর, জেলা সম্পাদক ভারত পাহান আদিবাসী নেতা দিপঙ্কর লাকড়া, ব্র্যাকের উর্ধ্বতন জেলা ব্যবস্থাপক সুগ্রীব কুমার ও এনএনএমসির এ্যাডভোকেসি অফিসার শফিকুল ইসলাম প্রমুখ। দিনব্যাপী এ সমাবেশর শেষ ভাগে আদিবাসী শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।