সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
মহাদেবপুর প্রতিনিধি
নওগাঁর মহাদেবপুরে গতকাল বুধবার দুই দিনব্যাপী পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মীদের দক্ষতা উন্নয়নে আন্তঃব্যাক্তির যোগাযোগ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আইইএম ইউনিট ও পরিবার পরিকল্পনা অধিদফতর আয়োজিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় নওগাঁ পরিবার পরিকল্পনা অধিদফতরের উপপরিচালক ড. কস্তুরী আমিনা কুইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন ঘোষণা করেন আইইএম ও পরিবার পরিকল্পনা অধিদফতর ঢাকার উপপরিচালক জাকিয়া আখতার। স্বাগত বক্তব্য দেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তোফায়েল আহম্মেদ। উপজেলার মাঠকর্মীদের দক্ষতা উন্নয়নে আন্তঃব্যক্তির যোগাযোগ প্রশিক্ষণ কর্মশালায় ২৫ জন মাঠকর্মী অংশগ্রহণ করেন।