সোমবার, ২০ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৬ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
মহাদেবপুর প্রতিনিধি
নওগাঁর মহাদেবপুরে গত বুধবার রাতে স্ট্রোক করা অসুস্থ রোগির পাশে দাঁড়িয়েছে সাংসদ সেলিম। উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আকতার হোসেন স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়লে তাকে দেখতে যান মহাদেবপুর ও বদলগাছী আসনের সাংসদ ছলিম উদ্দীন তরফদার সেলিম।
এসময় তার সঙ্গে ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক অজিত কুমার মন্ডল, মহাদেবপুর সদর ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান ধলু, মহাদেবপুর থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক এম সাখাওয়াত হোসেন, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুসা কাক্কা, উত্তরগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবু রঞ্জিত কুন্ডু, ছাত্রলীগের যুগ্মআহবায়ক সাকিল তরফদার প্রমুখ। সাংসদ সেলিম অসুস্থ আকতার হোসেনের মাথায় হাত দিয়ে মহান আল্লাহর কাছে রোগ মুক্তি ও শারীরিক সুস্থতার জন্য দোয়া কনের।