মহাদেবপুরে আড়ায়গুণের বেশি আয়কর আদায়

আপডেট: ডিসেম্বর ২, ২০১৬, ১২:১৮ পূর্বাহ্ণ

মহাদেবপুর প্রতিনিধি
নওগাঁর মহাদেবপুরে গত বুধবার উপকর কমিশনার সার্কেল ৬ মহাদেবপুর, নওগাঁ এর নিজ কার্যালয়ের সামনে ৩০ নভেম্বর শেষের দিনে আয়কর অফিসে উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। গত অর্থবছরের তুলনায় এই অর্থ আড়ায়গুণ বেশি আয়কর আদায় হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত সহকারী কর কমিশনার আনোয়ার হোসেন।
তিনি জানান, গত ১৫-১৬ অর্থবছরে ২ হাজার ৭৯ জন করদাতা ২২ লাখ ৬ হাজার ৩৬৬ টাকা কর প্রদান করেছিলেন। বর্তমান ১৬-১৭ অর্থবছরে ২ হাজার ৬৯১ জন করদাতা ৫৬ লাখ ৫১ হাজার ৯৫৭ টাকা কর প্রদান করেছেন। এ অর্থবছরে ৫৩০ জন নতুন আয়কর প্রদান করেছেন। বর্তমান সরকার চাকরিজীবিদের মাসিক ২২ হাজার থেকে অধিক আয়কারীদের আয়কর প্রদান বাধ্যতামূলক করেছেন। এরই ধারাবাহিকতায় মহাদেবপুর উপজেলার সরকারি-বেসরকারি চাকরিজীবিগণ গত ৩০ নভেম্বর আয়কর প্রদানের শেষদিন থাকায় অধিক ভিড়ের মাঝেও নিজ দায়িত্বে আয়কর প্রদান করেছেন। এদের মধ্যে উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষকগণই অধিকাংশ ছিলেন। সরজমিনে দেখা যায়, আয়কর অফিসের সামনে শতাধিক মোটরসাইকেলসহ উপচেপড়া ভিড় ইতোপূর্বে কখনো দেখা যায় নি।