মহাদেবপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর পথসভা অনুষ্ঠিত

আপডেট: মে ১২, ২০২৫, ১১:২৪ অপরাহ্ণ

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি:


ছাত্র-জনতার গণবিপ্লবে সংগঠিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, সংখ্যানুপাতির পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবীতে এবং রাষ্ট্রীয়ভাবে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার লক্ষ্যে নওগাঁর মহাদেবপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ মে) দুপুরে স্থানীয় বাসষ্ট্যান্ড এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মহাদেবপুর উপজেলা শাখা এ পথসভার আয়োজন করেন। সভায় মহাদেবপুর উপজেলা শাখার সভাপতি হাফেজ মুহাম্মদ আজাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় আমির চরমোনাই’র পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

এ সময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা শাখার সভাপতি মাস্টার মুহাম্মাদ আশরাফুল ইসলাম, সেক্রেটারী মুহাম্মাদ শহিদুল ইসলাম, সিনিয়র সদস্য হাফেজ মাওলানা মোঃ উমর আলী, নওগাঁ জেলা শাখার যুগ্ম সেক্রেটারী প্রভাষক মোঃ দেলোয়ার হোসেন, সাবেক সভাপতি হুমায়ন কবির, ইসলামী আন্দোলন বাংলাদেশ মহাদেবপুর উপজেলা শাখার সেক্রেটারী মুফতি মা’আরিফুল, বাংলাদেশ মুজাহিদ কমিটির মহাদেবপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল কাদের ফারুকী প্রমূখ। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ মহাদেবপুর উপজেলা শাখার সদস্যবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সদস্যবৃন্দসহ বিভিন্ন সহযোগি সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ