মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর মহাদেবপুরে উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত বর্ধিত সভায় উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও সাবেক সিনিয়র সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্ত্তী।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আহসান হাবীব ভোদনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ জাহাঙ্গীর সোহেল, সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম তোতা, নওগাঁ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমানুজ্জআমান সিউল, নওগাঁ জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা অজিত কুমার মন্ডল খাজুর ইউয়ন আওয়ামী লীগের সভাপতি ও খাজুর ইউপি চেয়ারম্যান মোঃ বেলাল উদ্দীন, এনায়েতপুর ইউয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও এনায়েতপুর ইউপি চেয়ারম্যান মো. মেহেদী হাসান মিঞা, চান্দাশ ইউয়ন আওয়ামী লীগের সহ সভাপতি ও চান্দাশ ইউপি চেয়ারম্যান মো. মাহমুদান নবী রিপন প্রমুখ।