মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ।
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর মহাদেবপুরে লাইলী নামের এক চাতাল শ্রমিক নারীর গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (৩ ডিসেম্বর) সকালে উপজেলার চকগৌরী হাটের উজ্জল চাউলকল থেকে ওই নারীূর লাশ উদ্ধার করেছে মহাদেবপুর থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে লাইলী বেগম ও তার স্বামী আমজাদ হোসেন ওই চালকলে ধান শুকানোর কাজ করতো এবং ওই চালকলেই স্বামী-স্ত্রী বসবাস করত। প্রতিদিনের মত কাজ শেষ করে স্বামী-স্ত্রী ঘুমাতে যায়।
সকাল বেলা চালকলের অন্য শ্রমিকরা তাদের ঘরে লাইলীর গলা কাটা লাশ দেখতে পায়। এ ঘটনার পর থেকেই লাইলীর স্বামী আমজাদ হোসেন পলাতক রয়েছে। মান্দা উপজেলার প্রসাদপুর এলাকায় তাদের বাড়ি বলে জানা গেছে।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাফফর হোসেন এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।