মহাদেবপুরে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস পালিত

আপডেট: মার্চ ৭, ২০২৪, ১০:১৮ অপরাহ্ণ


মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর মহাদেবপুরে নানা কর্মসূচির মাধ্যমে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে সকালে উপজেলা মডেল স্কুল মোড়ে শহীদ স্মৃতি সৌধে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও দিবসটি উপলক্ষে আয়োজিত চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আহসান হাবীব ভোদন।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রিফাত আরা, উপজেলা কৃষি অফিসার হোসাইন মোহাম্মদ এরশাদ, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ আব্দুল মালেক, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ মাকসুদুর রহমান, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার ইব্রাহীম খান, উপজেলা ভাইস চেয়ারম্যান অনুকূল চন্দ্র সাহা বুদু, আওয়ামী লীগ নেতা মো. শহিদুল ইসলাম, মুহা. মাহবুবুর রহমান ধলু প্রমুখ।