সোমবার, ২৫ জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ, ১১ মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ ।
মহাদেবপুর প্রতিনিধি:
নওগাঁর মহাদেবপুরে মঙ্গলবার স্বাস্থ্যবিধি মেনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মাঝে উপজেলা অফিসার্স ক্লাবের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলা অফিসার্স ক্লাবের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান মিলন নাটশাল মাঠে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির অসহায় শতাধিক নারী-পুরুষের মাঝে এসব কম্বল বিতরণ করেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) আসমা খাতুন, উপজেলা কৃষি অফিসার অরুণচন্দ্র রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মুলতান হোসেন, উপজেলা যুবলীগ নেতা সাঈদ হাসান তরফদার শাকিল প্রমূখ উপস্থিত ছিলেন।