মহাদেবপুরে গ্রাম ডাক্তার রক্ষা কমিটি গঠন

আপডেট: ডিসেম্বর ১২, ২০১৬, ১২:০৯ পূর্বাহ্ণ

মহাদেবপুর  প্রতিনিধি


নওগাঁর মহাদেবপুরে গতকাল রোববার উপজেলার এনায়েতপুর ইউপি হলরুমে গ্রাম্য ডাক্তারদের রক্ষা কমিটি গঠন করা হয়েছে। গ্রাম ডাক্তার হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এনায়েতপুর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসনা মিঞা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা গ্রাম ডাক্তার রক্ষা কমিটির আহ্বায়ক সাজ্জাদ হোসেন সাজ্জাদ, মহাদেবপুর থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম.সাখাওয়াত হোসেন, উপজেলা গ্রাম ডাক্তার রক্ষা কমিটির উপদেষ্টা গ্রাম ডাক্তার আনারুল ইসলাম মিঠু, সদস্য সচিব মকলেসার রহমান, উজ্জল হোসেন, মেহেদী হাসান প্রমূখ। আলোচনা সভা শেষে এনায়েতপুর ইউনিয়ন কমিটির উজ্জল কুমারকে আহবায়ক, ফরিদ উদ্দীন, মহাতাব উদ্দীন  ও এনামুল হককে যুগ্ম  আহবায়ক এবং শরিফুল ইসলাম ও  মেহেদী হাসানকে  সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট ইউনিয়ন আহবায়ক কমিটি গঠিত হয়েছে।