বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
মহাদেবপুর প্রতিনিধি
নওগাঁর মহাদেবপুরে গতকাল রোববার বিকেলে ৪৬তম বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মহাদেবপুর উপজেলার ডাকবাংলা মাঠে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আবদুুস সাত্তার নান্নুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মহাদেবপুর ও বদলগাছী আসনের সাংসদ ছলিম উদ্দিন তরফদার সেলিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মোবারক হোসেন পারভেজ, নওগাঁ জেলা পরিষদের সদস্য বীরমুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম ময়েন ও রাজিয়া সুলতানা, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) ফরিদুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পদক অজিত কুমার মন্ডলসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শরীরচর্চা শিক্ষকগণ ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রভাষক মুনিরুজ্জামান মুনির। আলোচনা সভা শেষে প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।