শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি:নওগাঁর মহাদেবপুরে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প রোদইল বিডি০২৪৮ এর শিশু ও অভিভাবকদের নিয়ে চলো স্কুলে যাই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এ ক্যাম্পেইনে উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প রোদইল বিডি০২৪৮ এর প্রকল্প ব্যবস্থাপক মি. বিবেক দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মহাদেবপুর থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. সাখাওয়াত হোসেন।
চলো স্কুলে যাই প্রকল্পের সমাজকর্মী মি. উজ্জল কর্মকারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সহকারী স্বাস্থ্য পরিদর্শক মোছাঃ রেবেকা সুলতানা, সমাজকর্মী টপি, সাথী রায় প্রমুখ। আলোচনা সভা শেষে অতিথিগণসহ একটি র্যালী বের করেন। এ ক্যাম্পেইনে পূর্বে সিএসপি মা ও বাবাদের নিয়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সচেতন মূলক সমাবেস অনুষ্ঠিত হয়।