মহাদেবপুরে জাতীয় সমবায় দিবস পালিত

আপডেট: নভেম্বর ২, ২০২৪, ৯:০৬ অপরাহ্ণ

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি:


‘সমবায়ে গরব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মহাদেবপুরে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে শনিবার (০২নভেম্বর) মহাদেবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি অফিসার হোসাইন মোহাম্মদ এরশাদ এর সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান।

উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ মমিনুল ইসলাম এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা সমবায় কার্যালয়ের সরেজমিন তদন্ত কর্মকর্তা মোঃ মহশীন ইসলাম, সাংবাদিক আজাদুল ইসলাম আজাদ ও এম. সাখাওয়াত হোসেন প্রমুখ।

Exit mobile version