সোমবার, ২৭ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
মহাদেবপুর প্রতিনিধি
নওগাঁর মহাদেবপুরে গতকাল সোমবার জাহাঙ্গীরপুর সরকারি কলেজের হলরুমে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কলেজ শাখার ছাত্র-ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জাহাঙ্গীরপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি শিহাব রায়হানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি নেতা পারভেজ আরেফিন সিদ্দীকী জনি। প্রধান বক্তা হিসেবে বক্তব দেন মহাদেবপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আবদুস সাত্তার নান্নু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাজ্জাত হোসেন, থানা ছাত্রদলের আহবায়ক মাসুদুর রহমান মৃধা টিক্কা, যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান, শামিমুর রহমান, সাইদুর রহমান ও ইমরান হোসেন।