মহাদেবপুরে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা ও জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন

আপডেট: ফেব্রুয়ারি ৬, ২০২৪, ৮:০১ অপরাহ্ণ


মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি:নওগাঁর মহাদেবপুরে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা ও ৮ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদ চত্তরে আয়োজিত বিজ্ঞান মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আহসান হাবীব ভোদন।

দুই দিনব্যাপী বিজ্ঞান মেলায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান সোহাগের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোতাহার হোসেন, উপজেলা নির্বাচন অফিসার মোঃ আল মামুন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে অতিথিগণ বিজ্ঞান মেলার স্টল পরিদর্শন করেন।