বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২ কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ ।
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর মহাদেবপুর উপজেলার শিবগঞ্জ মোড় এলাকায় শুক্রবার (১১অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল শারদীয় দূর্গা উৎসবে শিব বিগ্রহ মন্দির পরিদর্শন করেন। পরিদর্শন শেষে শিব বিগ্রহ মন্দির কমিটির সভাপতি শ্রী. মিলন কুমার সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল এর সহধর্মিনী তাহমিনা আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সোহেল রানা ও তার সহধর্মিনী আকলিমা আকতার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ এইচ ইরফান উদ্দিন আহমেদ ও তার সহধর্মিনী সোমা আকতার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সৈকত ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান,
সহকারী কমিশনার (ভূমি) রিফাত আরা, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসমত আলী, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ ফরিদুল ইসলাম, উপজেলা পুজা উদ্যাপন কমিটির সভাপতি রতন কুমার, মহাদেবপুর থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক এম. সাখাওয়াত হোসেন, মন্দির কমিটির সদস্য শুভঙ্কর পণ্ডিত শুভ ও অনন্যা সরকার রিয়া, জেলার ম্যাজিস্ট্রেটগণ, পুলিশ সদস্যগণ, মন্দির কমিটির সদস্যগণসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, এ উপজেলায় ১৫০টি মন্দিরসহ জেলার সকল মন্দিরে উৎসব মুখর পরিবেশে শারদীয় দূর্গা উৎসব পালিত হচ্ছে। সকলের সহযোগিতায় শান্তিপূর্ণ ভাবে এ উৎসবের সমাপনীর আশা ব্যক্ত করেন তিনি। এ ছাড়াও তিনি এ উপজেলার আরো কয়েকটি মন্দির পরিদর্শন করেন।