মহাদেবপুরে নৌকা প্রতীকের নির্বাচনি জনসভায় সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী

আপডেট: জানুয়ারি ৪, ২০২৪, ৭:৫৫ অপরাহ্ণ


মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি:


নওগাঁর মহাদেবপুরে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক সিনিয়র সচিব ও নওগাঁ-৩ (মহাদেবপুর- বদলগাছী) আসনের নৌকার মনোনীত প্রার্থী সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী সৌরেন। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে (ঐতিহাসিক ডাকবাংলো মাঠে) আয়োজিত নির্বাচনী জনসভায় উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও উপজেলা নির্বাচনী সমন্বয় কমিটির আহবায়ক মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নাটোর পৌর মেয়র ও নাটোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি উমা চৌধুরী জলি, নওগাঁ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাবেদ জাহাঙ্গীর সোহেল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, মহাদেবপুর সদর ইউপির সাবেক চেয়ারম্যান মুহাঃ মাহবুবুর রহমান ধলু প্রমূখ।

নির্বাচনী জনসভায় প্রধান অতিথি নওগাঁ-৩ আসনের নৌকার মনোনীত প্রার্থী সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী সৌরেন বলেন, আধুনিক ও স্মার্ট মহাদেবপুর- বদলগাছী বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে আপনাদের মূল্যবান ভোট দিন।