মহাদেবপুরে প্রতিবন্ধীর বাড়িতে হুইল চেয়ার পৌঁছে দিলেন ইউএনও

আপডেট: জানুয়ারি ১১, ২০২৪, ৮:১২ অপরাহ্ণ


মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি:


নওগাঁর মহাদেবপুরে প্রতিবন্ধীর বাড়িতে হুইল চেয়ার ও কম্বল পৌঁছে দিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কামরুল হাসান সোহাগ। উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহাগ জানান, রামকৃষ্ণ সরকারের আবেদনের প্রেক্ষিতে গত বুধবার (১০ডিসেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার ভীমপুর ইউনিয়নের দক্ষিন লক্ষীপুর পূর্বপাড়া গ্রামের নগেন্দ্রনাথ সরকারের পুত্র রামকৃষ্ণ সরকারের বাড়িতে একটি কম্বল ও হুইল চেয়ার পৌঁছে দেন তিনি।

এ সময় উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ রোকনুজ্জামান মন্ডল উপস্থিত ছিলেন। এ বিষয়ে প্রতিবন্ধী রামকৃষ্ণ সরকার বলেন, আমার বাড়িতে এসে কম্বল ও হুইল চেয়ার পৌঁছে
দেওয়াই উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান সোহাগ স্যারের প্রতি কৃতজ্ঞতা জানায়।

এ বিভাগের অন্যান্য সংবাদ