রবিবার, ২২ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ।
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর মহাদেবপুরে আন্তঃ ইউনিয়ন ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে মহাদেবপুর ডাকবাংলো মাঠে উপজেলা প্রশাসন এ খেলার আয়োজন করেন।
উপজেলার চাঁন্দাশ ইউনিয়ন ফুটবল একাদশ বনাম মহাদেবপুর উপজেলা সদর ফুটবল একাদশ এ ফাইনাল খেলায় অংশগ্রহণ করে। খেলায় মহাদেবপুর সদর ইউনিয়ন ফুটবল একাদশ ৪-০ গোলে চাঁন্দাশ ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে বিজয়ী হয়ন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জান প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজের প্রভাষক মোঃ মনিরুজ্জামান মনিরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার মোঃ খুরশিদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার হোসাইন মোহাম্মদ এরশাদ, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাশমত আলী, উপজেলা একাডেমিক সুপারভাইজার ফরিদুল ইসলাম, অধ্যক্ষ ও ক্রীড়া সংগঠক মোঃ জাহিদুল ইসলাম, মহাদেবপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সাঈদ হাসান তরফদার শাকিল, চাঁন্দাশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদান নবী রিপন, মোঃ মাহফুজুর রহমান প্রমুখ।