বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
মহাদেবপুর প্রতিনিধি
নওগাঁর মহাদেবপুরে গতকাল রোববার বিকেলে জন্তি গ্রাম হাইস্কুল মাঠে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। ফুটবল পরিচালনা কমিটির সভাপতি শাকিল তরফদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন মহাদেবপুর ও বদলগাছী আসনের সংসদ সদস্য ছলিম উদ্দীন তরফদার সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাদেবপুর সদর ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান ধলু। জাহাঙ্গীরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক মুনিরুজ্জামান মুনিরের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহাদেবপুর থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক এম সাখাওয়াত হোসেন, মেহেদী হাসান, বিদ্যালয়ের সভাপতি রফিকুল ইসলাম খোকন, সহকারী প্রধান শিক্ষক আবু সায়েম, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি অনুকুল সাহা বুদু, মহাদেবপুর সদর ইউপি আওয়ামী লীগের সভাপতি মুসা কাক্কা, ছাত্রলীগ নেতা সুদেব কুমার, কুদরত-ই-খুদা সোহাগ প্রমূখ। টুর্নামেন্টে ৮টিম অংশ গ্রহন করছে। এই টুর্নামেন্টের উদ্বোধনী খেলা এনায়েতপুর ইউপি একাদশ সাথে নওগাঁ সদর একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়।