সোমবার, ২০ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৬ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
মহাদেবপুর প্রতিনিধি
নওগাঁর মহাদেবপুরে বিএনপির ভিশন ২০৩০ প্রচারপত্র বিতরণ, নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বাধন ঘোষণা করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আখতার হামিদ সিদ্দীকি নান্নু।
মহাদেবপুর থানা বিএনপির সিনিয়র সহসভাপতি এসএম আকতার হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি নেতা পারভেজ আরেফিন সিদ্দীকি জনি, মহাদেবপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আবদুুস সাত্তার নান্নু, সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান সাজ্জাত হোসেন, যুগ্মসম্পাদক শহিদুল ইসলাম, আবুল কালাম আজাদ (স্বপন) ও আক্কাস আলী, থানা যুবদলের সভাপতি মোজ্জাফর হোসেন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, থানা ছাত্রদলের আহবায়ক মাসুদুর রহমান টিক্কা, যুগ্মআহবায়ক হাফিজ, শামিম প্রমুখ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা মহিলা দলের নেত্রী ও উপজেলা ভাইস চেয়ারম্যান মর্জিনা আক্তার, সফাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান সামসুল আলম বাচ্চু, ভিমপুর ইউপি চেয়ারম্যান রামপ্রসাদ ভদ্র, হাতুর ইউপি চেয়ারম্যান এনামুল হকসহ ১০টি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।